ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

আ’লীগের কার্যনির্বাহী কমিটির সভা শুক্রবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, জুলাই ১৫, ২০১০
আ’লীগের কার্যনির্বাহী কমিটির সভা শুক্রবার

ঢাকা: আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা শুক্রবার অনুষ্ঠিত হবে। বিকেল ৫টায় গণভবনে বর্ধিত আকারে ডাকা কার্যনির্বাহী কমিটির এই সভা বসবে।



দলের সভাপতি শেখ হাসিনা সভাপতিত্বে সভায় সব জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকদেরও উপস্থিত থাকতে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে।

সভায় জেলা নেতারা বিভিন্ন অভিযোগ ও ক্ষোভ-বিক্ষোভের কথা তুলে ধরতে পারেন। এছাড়া দলের সাংগঠনিক অবস্থা, সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, সরকারের কার্যক্রম, সরকার ও দলের সফলতা-ব্যর্থতার বিষয় আলোচনায় উঠে আসতে পারে বলে দলের কয়েকজন নেতা জানিয়েছেন।

অবশ্য বর্ধিত সভায় নির্ধারিত এজেন্ডার মধ্যে রয়েছে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি, ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসের কর্মসূচি, বিশ্ব কবি রবিন্দ্রনাথের মৃত্যুবাষির্কী পালনের কর্মসূচি নির্ধারণ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম কার্যনির্বাহী সংসদের এ সভায় সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad