ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

আমরা ভুলের মাশুল দিচ্ছি, আ.লীগকেও দিতে হবে: মওদুদ

সিনিয়র করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১০
আমরা ভুলের মাশুল দিচ্ছি, আ.লীগকেও দিতে হবে: মওদুদ

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, তার দল ক্ষমতায় থাকতে যে ভুল করেছে এখন এর মাশুল দিচ্ছে। ক্ষমতাসীন আওয়ামী লীগকেও ভুলের মাশুল দিতে হবে।

 

শুক্রবার জাতীয় প্রেসকাবে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

সম্মেলিত পেশাজীবী ফোরাম আয়োজিত ‘রিমান্ডে নির্যাতন ও মানবাধিকার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মওদুদ আরও বলেন, ‘এমন কিছু করা ঠিক হবে না যাতে দেশে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, আন্দোলনের গতি ব্যাহত হয়। বরং এমন পরিস্থিতির সৃষ্টি করতে হবে যাতে জনগণের মনে বিস্ফোরণ ঘটে। যাতে সরকার পদত্যাগে বাধ্য হয়। ’

তিনি অভিযোগ করেন, ‘৭২ থেকে ৭৪ পর্যন্ত রিমান্ডে নিয়ে রক্ষীবাহিনী দিয়ে যেভাবে রাজনৈতিক নেতাদের নির্যাতন ও চরিত্র হরণ করা হয়েছে, ঠিক একইভাবে বর্তমান সরকার র‌্যাব ও পুলিশ দিয়ে রাজনৈতিক নেতাদের রিমান্ডে নিয়ে নির্যাতন ও চরিত্র হরণ করছে। ’
 
মানবাধিকার লঙ্ঘন, রিমান্ডে নির্যাতন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে- মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘সরকার বিরোধীদল ও বিরোধী মনোভাবাপন্ন সাংবাদিক ও সংবাদ কর্মীদের ওপর নির্যাতন করছে। সরকারের এ বৈশিষ্ট খুবই দুঃখজনক। একটি গণতান্ত্রিক সমাজে এধরনের ঘটনা ঘটবে কেউ আশা করে না। ’

তিনি বলেন, ‘১/১১ এর সময়ে রাজনীতিবিদ ও রাজনৈতিক প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করে তাদের কথা বাইরে প্রচার করা হয়েছিল শুধু চরিত্র হরণের জন্যই। শুধু রাজনৈতিক প্রতিষ্ঠান ধ্বংস করার জন্য। ’
 
আওয়ামী লীগও একই কায়দায় রাজনৈতিক নেতাদের রিমান্ডে নিয়ে নির্যাতন ও চরিত্র হরণ করছে বলে অভিযোগ করেন ব্যারিস্টার মওদুদ।

তিনি বলেন, ‘সরকার মিডিয়ায় মিথ্যা কথা প্রচার করছে। তাহলে নির্বাচিত সরকার ও স্বৈরাচারি সরকারের মধ্যে পার্থক্য কোথায়? আসলে তারা ৭২-৭৪ সময়কাল থেকে এখনো ফিরতে পারেনি। ’

টিপাইমুখ বাঁধ ও ভারতের সঙ্গে গোপন চুক্তি সম্পর্কে বলেন, ‘আওয়ামী লীগ সত্যিকার ভাবে জনগণের ভোটে নির্বাচিত হয়নি। সে কারণে তাদের আত্মবিশ্বাস নেই। ’

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ১৬ জুলাই, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।