ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

দুই জামায়াত নেতার ছেলে-জামাতাসহ ৭ জন কারাগারে

আদালত প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০১০

ঢাকা: জামায়াত নেতা কামারুজ্জামান ও কাদের মোল্লার ছেলে-জামাতাসহ ৭ জনকে ২ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার আসামিদের আদালতে হাজির করা হলে মহানগর হাকিম শামীমা পারভীন এ আদেশ দেন।



মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হায়দার মো. আশরাফুজ্জামান আসামিদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন।
অপরপক্ষে আসামিদের পে আইনজীবী আব্দুর রাজ্জাক জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন না মঞ্জুর করেন।

আসামিরা হলেন, কামারুজ্জামানের ছেলে হাসান ইমাম, কাদের মোল্লার ছেলে হাসান জামিল, দুই জামাতা জহিরুল ইসলাম ও মহিবুল্লাহ, জামায়াত কর্মী মাশফুর রহমান জিতু, মুশফিকুর রহমান ও নুরুল হক।  

আদালত প্রাঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিচার কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৪ জুলাই তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জুলাই ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।