ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

সর্বদলীয় সংবিধান কমিশনে সব দলকে অংশ নিতে আ’লীগের আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১০
সর্বদলীয় সংবিধান কমিশনে সব দলকে অংশ নিতে আ’লীগের আহ্বান

ঢাকা: ৭২’র সংবিধানে ফিরে যেতে সর্বদলীয় সংবিধান কমিশনে সংসদে প্রতিনিধিত্বকারী সব দলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।

শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এ আহ্বান জানান।



অবশ্য জামায়াত এ কমিশনে থাকবে কিনা সে ব্যাপারে সুস্পষ্ট কোনো বক্তব্য দেননি তিনি।

নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে তিনজন নির্বাচিত হয়েছেন।

সৈয়দ আশরাফ বলেন, ‘সংসদে প্রতিনিধিত্বকারী সব দল এই কমিশনে অংশ নেবে। স্ব স্ব দল কমিশনের জন্য তাদের প্রতিনিধি ঠিক করবে।

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বদলীয় কমিশন গঠনের কথা বলেছেন। জামায়াত থাকবে কি থাকবে না সে ব্যাপারে কিছু বলা হয়নি। অপেক্ষা করুন উত্তর পেয়ে যাবেন। ’

তিনি আরও বলেন, ‘উচ্চ আদালতে পঞ্চম সংশোধনী বাতিলের পর আইনের বাধ্যবাধকতার কারণে ৭২-এর সংবিধানে ফিরে যাওয়ার কথা উঠেছে। কীভাবে, কোন প্রক্রিয়ায় ৭২ এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা করা যায় সে বিষয়গুলো কমিশন পর্যালোচনা করবে। আশা করি সংসদে প্রতিনিধিত্বকারী সব দল এই সুযোগটি নেবে। ’

মহাজোটের শরিকদের নিয়ে কমিশন গঠন করা হবে সুরঞ্জিত সেনগুপ্তের এমন বক্তব্য সরাসরি নাকচ না করে আশরাফ বলেন, ‘সংসদে প্রতিনিধিত্বকারী সব দল আর মহাজোট এক নয়। ’

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।