ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

শপথ নিয়েছেন চট্টগ্রামের নতুন মেয়র মনজুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০১০
শপথ নিয়েছেন চট্টগ্রামের নতুন মেয়র মনজুর

ঢাকা: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এম মনজুর আলম শপথ নিয়েছেন। নির্বাচনে জয়লাভের একমাস পর তিনি শপথ নিলেন।



প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার সকাল ১০টায় তাঁর কার্যালয়ে চট্টগ্রামের নতুন মেয়রকে শপথ পাঠ করান।

বিকেল চারটায় বিএনপি’র প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন মনজুর আলম। সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন তিনি।

এদিকে, আজ দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি মিলনায়তনে চট্টগ্রামের নবনির্বাচিত ৫৫ জন ওয়ার্ড কাউন্সিলরকে শপথ পড়াবেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

গত ১৭ জুন সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মনজুর আলম আওয়ামী লীগ সমির্থত প্রার্থী ও তিনবারের নির্বাচিত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে হারিয়ে চট্টগ্রামের মেয়র নির্বাচিত হন।

উল্লেখ্য, গত ৮ জুলাই বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে দেখা করতে ঢাকা যাওয়ার পথে কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন মনজুর আলম।

বাংলাদেশ সময় ১১২০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।