ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

রুয়েটে ছাত্রলীগের ধর্মঘট

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০১০

রাজশাহী: ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন হত্যকাণ্ডে জড়িত ছাত্র শিবিরের নেতা-কর্মীদের বিচারসহ সাত দফা দাবিতে রোববার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এ ধর্মঘট পালন করেছে ছাত্রলীগ।

রোববার সকালে বিভিন্ন বিভাগের শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দেয় দলটির নেতা-কর্মীরা।

এ সময় কাশ করতে গিয়ে ফিরে আসতে হয় বলে জানিয়েছে একাধিক শিক্ষার্থী।

পরে ধর্মঘটের সমর্থনে ক্যাম্পাসে মিছিল করে ছাত্রলীগ।

অন্য দাবিগুলো হচ্ছে, রুয়েটের ছাত্রী হলের নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে করার পাশাপাশি শহীদ আব্দুল হামিদ হল ও শহীদ শহীদুল হলের আবাসন সঙ্কট দূর করা, সাধারণ ছাত্রদের ওপর পুলিশি হামলার বিচার প্রভৃতি।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফারুক হোসেন ছাত্র শিবিরের হামলায় নিহত হন।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।