ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট

সংবিধান নিয়ে পলিটিক্স করছে সরকার: হান্নান শাহ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১০
সংবিধান নিয়ে পলিটিক্স করছে সরকার: হান্নান শাহ

ঢাকা: সংবিধান সংশোধন ও যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সরকার ‘পলিটিক্স’ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসকাবের সম্মেলন কক্ষে জাতীয়তাবাদী ‘মুক্তিযুদ্ধের প্রজন্ম’ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।



বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান শমশের মুবিন চৌধুরী, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

সরকারকে উদ্দেশ্য করে হান্নান শাহ বলেন, ‘অষ্টম ও নবম সংশোধনী বাদ না দিয়ে এবং স্বৈরাচার এরশাদের ক্ষমতা গ্রহণকে অবৈধ ঘোষণা না করে কীভাবে ৭২’এর সংবিধানে ফিরে যাবেন, সেটি ভাবুন। ’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জেলায় জেলায় জনসভার মাধ্যমে গণমত তৈরি করে যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলছেন। এ থেকেই প্রমাণ হয় তারা যুদ্ধাপরাধীদের বিচার করবে না। ’

তিনি সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, ‘যদি সৎ সাহস থাকে তাহলে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের বিচার করুন। ’

গ্রেপ্তার বিএনপি নেতাদের মুক্তি প্রসঙ্গে হান্নান শাহ বলেন, ‘সরকারের কাছে কোনো কাকুতি মিনতি নয়, বন্দিদের মুক্তি জন্য বিএনপি আইনি লড়াই চালিয়ে যাবে। সেখাবে বাধা এলে জনগণকে সঙ্গে নিয়ে তার সমুচিত জবাব দেওয়া হবে। ’

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আদালতের মাধ্যমে দেবেন, না জনতার মাধ্যমে দেবেন তা আপনাদের ব্যাপার। তবে চৌধুরী আলমকে ফেরত দিতে হবে। কারণ চৌধুরী আলম গ্রেপ্তার হওয়ার পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছিলেন চৌধুরী আলম কোথায় তা আমরা জানি। ’

 এ ব্যাপারে মামলার কাগজ পত্র তৈরি করতে দলীয় আইনজীবীদের আহ্বান জানান গয়েশ্বর।

মুক্তিযুদ্ধের প্রজন্ম’র চেয়ারম্যান সামা ওবায়েদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এম হামিদুল্লাহ খান, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

বাংলাদেশ সময়, ২০১৪ ঘণ্টা, জুলাই ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।