ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ ৮ জনকে ছেড়ে দিয়েছে র‌্যাব

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১০
ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ ৮ জনকে ছেড়ে দিয়েছে র‌্যাব

হবিগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমসহ সংগঠনটির ৮ নেতা-কর্মীকে আটকের আড়াই ঘণ্টার পর ছেড়ে দিয়েছে র‌্যাব।

হবিগঞ্জ জেলা ছাত্রদলের কর্মী সমাবেশ শেষ করে মৌলভীবাজার যাওয়ার পথে হবিগঞ্জ সাতগাও এলাকায় র‌্যাব - ৯ সদস্যরা তাদের আটক করে।



র‌্যাব-৯ এর লে. কমান্ডার কাওছার মাহমুদ জানান, হবিগঞ্জ ছাত্রদলের সমাবেশ পণ্ড হওয়ার পর কেন্দ্রীয় নেতা মামুনকে নিয়ে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হন। এসময় র‌্যাব সদস্যরা হবিগঞ্জ সাতগাও এলাকার মামুনকে গ্রেপ্তার করতে চায়। তারা র‌্যাবের ওপর চড়াও হয়। এসময় র‌্যাব তাদের গ্রেপ্তার করে।

আটককৃতরা হলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, ছাত্রদলের সহসভাপতি সিদ্দিকুর রহমান পাপলু, সিলেট নেতা আমিনুল ইসলাম মামুন, কেন্দ্রীয় নেতা সাইদ আহমেদ, ফকরুল ইসলাম, সৈয়দ জাহিদ বিন কায়েস, আবদুল মালেক, আজাহার আলী।

র‌্যাব-৯ এর উপ-পরিদর্শক আরো বলেন, ভুল তর্থের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।