ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

রমজানের আগেই হরতাল দিতে পারে বিএনপি

মান্নান মারুফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০১০
রমজানের আগেই হরতাল দিতে পারে বিএনপি

রমজানের আগে হরতাল দিতে পারে বিএনপি। আছে নেতাকর্মীদের চাপ।

২৫জুলাই মুক্তাঙ্গনের বিক্ষোভে বাধা পেলে এ সিদ্ধান্ত আসবে। শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে রিপোর্ট করেছেন বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি’র সিনিয়র করেসপন্ডেন্ট মান্নান মারুফ।

ঢাকা: রমজানের আগেই হরতালের মতো কঠোর কর্মসূচি দেওয়ার কথা গুরুত্বের সাথে ভাবছে প্রধান বিরোধী দল বিএনপি।

দলের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে এ কথা বলেছেন।  

তারা বলেছেন, ২৫ জুলাই মুক্তাঙ্গনে দেওয়া বিক্ষোভ কর্মসূচি পালনে বাধা এলেই কঠোর কর্মসূচি ঘোষণার পক্ষে অধিকাংশ নেতাকর্মী।

ওই দিন পূর্বঘোষিত গণঅনশন কর্মসূচির জন্য পল্টন ময়দান বরাদ্দ না পাওয়ার প্রতিবাদে মুক্তাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে দলটি।
 
বিরোধী দলীয় চিফ হুইচ জয়নুল আবদীন ফারুক শনিবার বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘সরকার যেভাবে আমাদের সব কর্মসূচিতে বাধা দিচ্ছে তাতে বিরোধী দলের পক্ষ থেকে রমজান শুরুর  আগেই হরতাল কর্মসূচি দেওয়া হতে পারে। ’

এর আগে শুক্রবার এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্মমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের ফ্যাসিবাদি আচরণ বিরোধী দলকে হরতালের দিকে ঠেলে দিচ্ছে।    

তবে নেতারা জানান, নতুন কর্মসূচি কি হবে সে সিদ্ধান্ত হবে আগামী ৩১ জুলাই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায়।     

তারা জানান, বিরোধী দলকে শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি পালনে বাধাদান, নেতাকর্মীদের ওপর পুলিশ ও র‌্যাবের পাশাপাশি ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের হামলা, মিথ্যা মামলায় রিমান্ডে নিয়ে নির্যাতন ইত্যাদির প্রতিবাদে হরতালের মতো কঠোর কর্মসূচি দেওয়ার পক্ষে জোরালো দাবি উঠেছে দলের ভেতর থেকে।

এছাড়াও, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে গ্রেপ্তার, চৌধুরী আলমের নিখোঁজ হওয়া, তার আগে নাসির উদ্দিন আহমেদ পিন্টু, এহছানুল হক মিলন, আব্দুস সালাম পিন্টুসহ আরও অনেক নেতাকে আটকে রাখায় তাদের অনুসারী নেতাকর্মীরাও কেন্দ্রীয় বিএনপিকে কঠোর কর্মসূচি ঘোষণার জন্য চাপ দিচ্ছেন।

সংবিধান সংশোধন ইস্যুতে কঠোর কর্মসূচি দেওয়ার জন্য চার দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতের পক্ষ থেকেও চাপ রয়েছে বলে বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানিয়েছে দলীয় সূত্র।

সিনিয়র নেতারাও রয়েছেন কঠোর কর্মসূচির পক্ষে।

বিএনপির স্থায়ী কমিটি সদস্য এমকে আনোয়ার বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘কর্মসূচি তো দেওয়া হচ্ছেই। সরকার যেহেতু বাধা দিচ্ছে, তাই কর্মসূচিও কঠোর হতে পারে। ’

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি’কে বলেন, ‘সরকার পুলিশ দিয়ে মুক্তাঙ্গণে ছাত্রদলকে বিক্ষোভ কর্মসূচি পালনে বাধা দিয়েছে। ২৫ জুলাই বিএনপির গণঅনশন কর্মসূচির জন্য পল্টন ময়দান বরাদ্দ দেয়নি। নানা টালবাহানা করে সরকারই দেশ ও রাজনীতি অস্থিতিশীল করে তুলছে। এভাবে  চলতে থাকলে বিএনপি হরতালের চেয়েও কঠিন কর্মসূচি দিতে পারে। ’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান বাংলা নিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘সরকার যতো বাধাই দিক আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালনের চেষ্টা করবো। কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেলে আমাদের কঠোর কর্মসূচি দেওয়া ছাড়া উপায় থাকবে না। ’

বিরোধী দলীয় চিপ হুইপ জয়নুল আবদীন ফারুক বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘সরকার আমাদের জনগণের পক্ষে কথাই বলতে দেবে না বলে মনে হচ্ছে। আমার মনে হয় রমজানের আগেই হরতালের মতো কঠোর কর্মসূচি দেওয়া উচিত। তবে ৩১ জুলাই জাতীয় নির্বাহি কমিটির বৈঠক আছে। ওই বৈঠকেই এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। ’

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।