ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

সমান প্রতিনিধিত্ব থাকলে সংবিধান কমিটিতে বিএনপি যোগ দেবে: মওদুদ

মান্নান মারুফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০১০
সমান প্রতিনিধিত্ব থাকলে সংবিধান কমিটিতে বিএনপি যোগ দেবে: মওদুদ

ঢাকা: সংবিধান সংশোধনে যে বিশেষ কমিটি গঠন করা হয়েছে তা বাতিল করে বিরোধী দল থেকে সমান সংখ্যক সদস্য নিলে বিএনপিও এই সংশোধন প্রক্রিয়ায় যোগ দেবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ শনিবার এ কথা বলেন।



নিজস্ব ল’চেম্বারে আয়োজিত সাংবাদ সম্মেলনে মওদুদ আহমেদ বলেন, ‘সমান সংখ্যক প্রতিনিধিত্ব না থাকলে জাতির কাছে এই সংবিধান সংশোধন গ্রহণযোগ্যতা পাবে না। ’

’৭২ এর সংবিধানে ফিরে যাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করে মওদুদ সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়ে সরকারের তাড়াহুড়ো অত্যন্ত রহস্যজনক ও দূরভিসন্ধিমূলক। ’ তিনি বলেন, ’৭২ এর সংবিধানে ফিরতে হলে দেশে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা পুন:স্থাপন করতে হবে। এছাড়া মুসলিম রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের বিধান ও জরুরি অবস্থার ব্যবস্থাও থাকবে না। ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধানে ‘বিসমিল্লাহ’ বহাল রাখা হবে বলে যে মন্তব্য করেছেন সেটিও অস্পষ্ট-- এ মন্তব্য করে মওদুদ বলেন, ‘ধর্ম নিরপেক্ষতা ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে মুক্তিযুদ্ধ করা হয়েছে, তা স্বাধীনতার সনদে বলা হয়নি। মুক্তিযুদ্ধের মূল উদ্দেশ্য ছিল দেশ স্বাধীন করা। ’

সংবিধানের ৫ম সংশোধনীকে একটি ঐতিহাসিক রায় বলে উল্লেখ করে মওদুদ বলেন, ‘সরকার চাইছে বহুদলীয় গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা ও গণতন্ত্র সংরক্ষণ ও  সমুন্নত রাখার এই ৫ম সংশোধনীকে মুছে দিয়ে আবারো বাকশালের রাজনীতিতে ফিরে যেতে। ’

তিনি আরো বলেন, ’৭২ এর সংবিধানে বিচারপতিদের সর্বোচ্চ চাকুরির বয়স ৬০ বছর উল্লেখ করা হয়েছে। ’৭২এর সংবিধানে ফিরে গেলে বর্তমানের ষাটোর্ধ বয়সী বিচারপতিরা চাকুরির অনিশ্চয়তায় পড়বেন।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।