ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

মঙ্গলবার মহালছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
মঙ্গলবার মহালছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল ছবি: প্রতীকী

খাগড়াছড়ি: সোমবারের হরতালে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলায় উপজেলা বিএনপির অফিস ভাঙচুরের প্রতিবাদে মঙ্গলবার মহালছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে উপজেলা ছাত্রদল।

সোমবার দুপুরে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।



মহালছড়ি উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জামাল উদ্দিন টিপু জানান, বেলা সাড়ে ১১টার দিকে মহালছড়ি বাজারে পিকেটিং করা নিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউর রহমানের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলা বিএনপির অফিস ভাঙচুর করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেমায়ুন উদ্দিন চৌধুরী জানান, বিএনপির কার্যালয়ের ২টি দরজা ও ৫/৭টি চেয়ার ভাঙচুর করা হয়েছে।

সকাল থেকে ২০ দলীয় জোটের হরতাল খাগড়াছড়িতে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। হরতালের কারণে খাগড়াছড়ির সব ধরনের দোকান-পাট ও দুরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

হরতালে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।