ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

আজহারের ফাঁসির রায়ে কথা বলতে নারাজ বিএনপি

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
আজহারের ফাঁসির রায়ে কথা বলতে নারাজ বিএনপি

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।  

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।

 

তবে এ রায় প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া জানাতে চাননি জামায়াতের রাজনৈতিক মিত্র বিএনপির নেতারা।

যোগাযোগ করা হলে কোনো নেতাই এ বিষয়ে কথা বলতে চাননি। বিষয়টি এড়িয়ে যান তারা। এমনকি কোনো কথা না বলেই মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন বিএনপি নেতারা।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।