ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

সুষ্ঠু-নিরপেক্ষ ভোটের অধিকার বাস্তবায়ন করতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
সুষ্ঠু-নিরপেক্ষ ভোটের অধিকার বাস্তবায়ন করতে হবে নাজমুল হুদা

ঢাকা: মানবাধিকার পার্টির সভাপতি ও জাতীয় জোটের চেয়ারম্যান নাজমুল হুদা বলেছেন, জনগণের ঐক্যসহ বর্তমান সরকারের মাধ্যমে সংবিধানসম্মত দেশ পরিচালনা মৌলিক অধিকার নিশ্চিত ও সুষ্ঠু, নিরপেক্ষ ভোটের অধিকার বাস্তবায়ন করতে হবে।

বুধবার বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে মীর নেছার উদ্দিন তিতুমীর, মহাত্মা অশ্বিনী কুমার দত্ত, দেশবন্ধু চিত্ত রঞ্জন দাস, নবাব স্যার সলিমুল্লাহ, ক্ষুদিরাম বসু, মাস্টারদা সূর্যসেন, নেতাজী সুবাস চন্দ্র বসু, প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণে আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ সব কথা বলেন।



নাজমুল হুদা বলেন, আমরা দেশে হরতাল, নৈরাজ্য, সন্ত্রাস, বাস পোড়ানো দেখতে চাই ন‍া। গণতান্ত্রিক দেশে সবাই নিজেদের অধিকার ভোগ করতে পারবে। দেশ স্বাধীন করতে যে সব নেতারা ভূমিকা রেখেছেন তাদের আদর্শ মেনে চললেই কোনো সমস্যা হবে না।

জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি এমএ জলিল।

এতে আরো বক্তব্য রাখেন- বিনিয়োগ বোর্ডের সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন হোসেন, কাজী মাসুদ আহমেদ, হামিদুল হক ভাসানী, মোসতাক আহমেদ ভাসানী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।