ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

জামায়াতের ঢাকা উত্তর নেতা হাসান মাহবুব মাস্টার গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১০

সাভার: সাভারে সরকার বিরোধী তৎপরতায় যুক্ত থাকার অভিযোগে সাভার পৌরসভার কাউন্সিলর ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলা (উত্তর) শাখার রাজনৈতিক সচিব হাসান মাহবুব মাস্টারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার বিকেলে সাভার উপজেলা চত্তর এলাকা থেকে তাকে আটক করা হয়।

হাসান মাহবুব মাষ্টার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর।   বাড়ি পৌরসভার ডগরমোড়া এলাকায়।

এ বিষয়ে সাভার থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহবুবুর রহমান বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি-কে বলেন, ‘‘পুলিশ প্রশাসন মনে করছে সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্রে হাসান মাহবুব মাস্টার লিপ্ত রয়েছেন। পাশাপাশি তিনি এলাকায় বেশ কয়েকটি মিটিং-মিছিল করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাও করছেন। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে’’।

সাভার সার্কেলের এএসপি মনোয়ার হোসেন এ জামায়াত নেতার গ্রেপ্তারের ব্যাপারে কিছুই জানেন না বলে বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি-কে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩০৫ঘণ্টা, জুলাই ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।