ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সালাউদ্দিনের বিরুদ্ধে ত্রাণে অনিয়ম মামলা ৩ মাস স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১০

ঢাকা: বিএনপির সাবেক সাংসদ সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে দায়ের করা মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করেছে হাইকোর্ট।

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেইন ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ের গঠিত ডিভিশন বেঞ্চ সোমবার এ আদেশ দেন।



একই সঙ্গে সালাউদ্দিনের বিরুদ্ধে দায়ের করা ত্রাণ বিতরণ মামলাকে কেন অবৈধ ঘোষণা করা হবে নাÑ এ মর্মে সরকারের প্রতি দু’ সপ্তাহের রুল জারি করেছে আদালত।

গত ২০০৮ সালের ১ ফেব্রুয়ারি শ্যামপুর থানায় পুলিশ বাদি হয়ে মামলাটি দায়ের করে।

এর আগে পুলিশ ২০০৭ সালের ২২ জানুয়ারি সালাউদ্দিনের বাড়ি থেকে তিনশ’ পিছ ত্রাণের টিন উদ্ধার করে।

সালাউদ্দিনের পক্ষে আইনজীবী ছিলেন ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।