ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

শেখ হাসিনার কিছু হলে বিএনপি দায়ী থাকবে: নাসিম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১০
শেখ হাসিনার কিছু হলে বিএনপি দায়ী থাকবে: নাসিম

ঢাকা: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু হলে বিএনপি দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আওয়ামী হকার্স লীগের এক আলোচনায় সভায় তিনি এ মন্তব্য করেন।



নাসিম বলেন, ‘পত্রিকায় দেখলাম বিএনপির শীর্ষ নেতারা গতকাল প্রকাশ্য বক্তব্যে বলেছেন শেখ হাসিনার পরিণতি তার বাবার মতো হবে। য্্ুদ্ধাপরাধীদের বিচার হলে আরেকটি ১৫ আগস্ট হবে। ’

তিনি বলেন, ‘১৫ আগস্টের ঘটনার জন্য তারা (বিএনপি) খুশি। তারা আরেকটি ১৫ আগস্ট ঘটাতে চায়। তাদের এ বক্তব্যে প্রমাণ হয় ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে তারা জড়িত ছিল। ’

তিনি আরও বলেন, ‘অন্য কোনো দেশ হলে এ বক্তব্যের পর হত্যার হুমকির মামলা হতো। আল্লাহ না করুক, আজ দেশে কিছু ঘটে গেলে বা শেখ হাসিনার কিছু হলে তার জন্য দায়ী হবে বিএনপি। ’

প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিকুল হকের বক্তব্য উদ্ধৃত করে নাসিম বলেন, ‘রফিকুল হক বলেছেন ব্যারিস্টার মওদুদ আহমদ, সাকা চৌধুরী ওয়ান ইলেভেন এনেছে। আমি তো মওদুদকে দেখছি আবারো তৎপর হতে। মওদুদ-সাকারা আবারো তৎপর হয়ে গেছে। ’

তিনি মন্ত্রীদের ভয়-ভীতির ঊর্ধ্বে ওঠে জনগণকে দেওয়া প্রতিপ্রুতি বাস্তবায়নে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘কোনো হুমকিতে ভয় পাবেন না। ’

নাসিম বলেন, ‘য্দ্ধুাপরাধীদের বিচার হলে বিএনপি-জামায়াতের জনপ্রিয়তায় ধস নামবে। জামায়াত কোনো দিনই রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না। কারণ এ দেশের জনগণ কখনই ধর্মান্ধ দল কিংবা ব্যক্তিকে ভোট দেয় না। ’

তিনি সরকারে সতর্ক করে দিয়ে বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারে আমরা সফল হলে জনগণ সমর্থন করবে। ব্যর্থ হলে আমাদের বড় ধরনের মাশুল দিতে হবে। ’

৭২-’র সংবিধানে ফেরত যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সংবিধান সংশোধন কমিটিতে বিএনপি আসুক বা না আসুক, সংসদের ভেতরে এবং বাইরে যেসব রাজনৈতিক দল আছে তাদের পাশাপাশি বিশেষজ্ঞদের মতামত নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় ৭২-’র সংবিধান বাস্তবায়ন করুন। ’

তবে বিএনপিকে সংসদ এবং সংবিধান সংশোধনের সর্বদলীয় কমিটিতে আসার আহ্বান জানান নাসিম।

তিনি বলেন, ‘আমরাও সংসদ বর্জন করেছিলাম। কিন্তু পরে আমরা শেষ দিন পর্যন্ত সংসদে ছিলাম। আমরা দেখেছি সংসদ বর্জন করে লাভ হয় না। আপনারা সংসদে গিয়ে কথা বলুন, প্রয়োজনে প্রতিবাদের ঝড় তুলুন। ’

তিনি আওয়ামী লীগ নেতা-কর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘বঙ্গবন্ধুর সৈনিকরা এমন আচরণ করবেন না যাতে মানুষ কষ্ট পায়। আমি এত দিন আন্দোলন-সংগ্রাম করেছি, ভালো কাজ করেছি, এখন চাঁদাবাজি করি-এ ধরনের লোক আওয়ামী লীগে দরকার নেই। ’

সভায় নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ‘মওদুদীবাদী ইসলামকে ঝেটিয়ে বিদায় করতেই যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে। জামায়াত প্রচার করছে ইসলামকে ধ্বংস করার জন্য এ বিচার হচ্ছে। আমি বলব, ইসলামকে রক্ষা করার জন্যই এ বিচার। ’

তিনি আরও বলেন, ‘একাত্তরে জামায়াত-শিবির-রাজাকারা আমাদের মা বোনদের গনিমতের মাল বলে হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল। এরা মহানবীর ইসলামকে মানে না। মওদুদী মহানবীকে হেয় করেছে। ওরা বারবার ইসলামকে ধংস করতে চেয়েছে। ’

তিনি বলেন, ‘সেই য্দ্ধুাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা বিচার সম্পূর্ণ করবই। ’

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, জুলাই ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।