ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

আরেকটি মামলায় ৩ দিনের রিমান্ডে নিজামী, মুজাহিদ

আদালত প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১০

ঢাকা: কদমতলী থানার একটি মামলায় জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামী এবং সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

সোমবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক রোকসানা বেগম হেপী এই রিমান্ড মঞ্জুর করেন।

 

মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক শেখ মাহবুুবুর রহমান দুই জনের ১০ দিন করে রিমান্ডের আবেদন জানান।

জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে কদমতলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা ওই মামলায় তারা গ্রেপ্তার রয়েছেন।

এর আগে তাদের বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হলেও জঙ্গি সংশ্লিষ্টতার কোনো মামলায় নিজামী-মুজাহিদকে এই প্রথম রিমান্ডে নেওয়া হলো।

আসামীপরে আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, ইতোপূর্বে নিজামী-মুজাহিদকে ছয়টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে।

ধর্মীয় অনুভুতিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় নিজামী ও  মুজাহিদকে ২৯ জুন গ্রেফতার করা হয়।

পরদিন গত ৩০ জুন রাষ্ট্রপতির গাড়ি বহর এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পল্টন থানার তিনটি মামলায় নয় দিন, উত্তরা থানার রাষ্ট্রদ্রোহ মামলায় তিনদিন ও রমনা থানার হরতালে গাড়িতে আগুন দেওয়ার মামলায় চারদিনসহ মোট ১৬ দিনের পুুলিশ রিমান্ড মঞ্জুর করেন আদালত।


এছাড়াও পল্লবীর গণহত্যা মামলায় নিজামীর পাঁচদিন ও মুজাহিদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।