ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

জামায়াত-শিবিরের প্রবেশ ঠেকাতে ছাত্রলীগ সদস্যদের পরিচয়পত্র থাকবে: সাজেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১০
জামায়াত-শিবিরের প্রবেশ ঠেকাতে ছাত্রলীগ সদস্যদের পরিচয়পত্র থাকবে: সাজেদা

ঢাকা: ছাত্রলীগে জামায়াত শিবির কর্মীদের প্রবেশ ঠেকাতে এর সদস্যদের পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ নিতে বলেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে মহানহর ছাত্রলীগের সম্মেলনে তিনি এ কথা বলেন।



ছাত্রলীগকে টেন্ডার ও চাঁদাবাজি থেকেও দূরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় সাজেদা চৌধুরী ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘এমন কোনো কাজ করা যাবে না যাতে দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। ’

তিনি বলেন, এখন থেকে ছাত্র লীগের নেতৃত্ব অবিবাহিতদের হাতে থাকবে। কোনো নেতা বা সদস্যেরই বয়স সীমা ২৯ বছরের বেশি হবে না। মেধাবীরাই  নেতৃত্বে থাকবেন।

জঙ্গিবাদদের পাকিস্তানের এজেন্ট বলে উল্লেখ করে সাজেদা চৌধুরী বলেন, ‘যেভাবেই হোক তাদের দেশ থেকে বিতাড়িত করতে হবে। ’

বাঙ্গালি জাতিয়তাবাদ প্রতিষ্ঠায় দেশবাসিকে আওয়ামী লীগের পতাকাতলে হাজির হওয়ারও আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময় ১৩১৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০১০


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।