ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বিএনপি মহাসচিবের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪০ ঘণ্টা, আগস্ট ৩, ২০১০
বিএনপি মহাসচিবের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

বগুড়া: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশ এবং সরকার উৎখাতের হুমকির অভিযোগে বগুড়ায় বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং কেন্দ্রীয় দুই নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার বগুড়ার মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তারাজুল ইসলাম।



মামলার অপর আসামিরা হলেন, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনসহ অজ্ঞাতনামা আরও অনেকে।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৫ জুলাই রাজধানীর মুক্তাঙ্গনে বিএনপির বিােভ সামাবেশে আসামিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে বেআইনী ও অগণতান্ত্রিক উপায়ে উৎখাত ও প্রধানমন্ত্রীর জীবন নাশের হুমকি দেন যা রাষ্ট্রদ্রোহের শামিল।

আদালত এ বিষয়ে বিকেলে আদেশ দেবেন বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী তবিবুর রহমান তবি।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।