ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জয়পুরহাটে বিএনপি কর্মীসহ গ্রেফতার ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
জয়পুরহাটে বিএনপি কর্মীসহ গ্রেফতার ২০ ছবি: প্রতীকী

জয়পুরহাট: হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টির অভিযোগে দায়েরকৃত মামলায় মতিবুল ইসলাম (৩৭) নামে স্থানীয় বিএনপির এক সক্রিয় কর্মীসহ জয়পুরহাটে বিভিন্ন মামলায় আরো ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) দিনগত রাত থেকে সোমবার (২৩ নভেম্বর) ভোর পর্যন্ত জয়পুরহাট সদর থানাসহ জেলার অন্যান্য থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।



গ্রেফতার বিএনপি কর্মী মতিবুল ইসলাম পাঁচবিবি উপজেলার বিদ্দিগ্রামের মকবুল হোসেনের ছেলে।

জয়পুরহাট জেলা পুলিশের কন্ট্রোল রুমে দায়িত্বরত পুলিশ কনস্টেবল মো. হানিফ হোসেন বাংলানিউজকে জানান, সোমবার আদালতের মাধ্যমে আসামিদের জেল হাজতে প্রেরণ করা হবে।

এদিকে যুদ্ধাপরাধী মুজাহিদ-সাকার ফাঁসির দণ্ড কার্যকর হওয়ার প্রতিবাদে জামায়াতের ডাকা দেশব্যাপী সোমবার সকাল-সন্ধ্যা হরতালে যেকোনো নাশকতা মোকাবেলায় জেলা সদরসহ ৫টি থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ ও আর্মড পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

এছাড়াও নাশকতা এড়াতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা নিয়মিত টহলে রয়েছেন বলেও জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মো. রুহুল আমীন বাংলানিউজকে জানান।

বাংলাদেশ সময়: ০৮২৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।