ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খুলনায় হরতালে মাঠে নেই জামায়াত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
খুলনায় হরতালে মাঠে নেই জামায়াত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: দেশব্যাপী জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে খুলনায় রাস্তায় দেখা যায়নি দলটির কোনো নেতাকর্মীকে। আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা থাকায় হরতালের পক্ষে কোনো পিকেটিং কিংবা মিছিলও করতে পারেনি দলটি।



শনিবার (২১ নভেম্বর) দিনগত রাতে যুদ্ধাপরাধী জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে দেশব্যাপী হরতালের ডাক দেয় দলটি।

সোমবারের (২৩ নভেম্বর) এ হরতালে সকাল ৬টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত খুলনা মহানগরী ও জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে হরতাল চললেও নগরীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকানপাট খুলতে শুরু করেছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ শাখার এডিসি মনিরুজ্জামান মিঠু বাংলানিউজকে জানান, আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোরতার কারণে জামায়াত-শিবিরের কর্মীরা হরতালে রাজপথে নামতে পারেনি।

তিনি জানান, নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে মহানগরীতে পুলিশের কড়া নজরদারি রয়েছে।

এর আগে গত বুধবার (১৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশব্যাপী হরতাল ডাকে জামায়াত।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এমআরএম/আরএইচএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।