ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দু’মাস পেছালো জাসদের সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
দু’মাস পেছালো জাসদের সম্মেলন

ঢাকা: পরিবর্তন করা হয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় সম্মেলনের তারিখ। একই সঙ্গে পরিবর্তন হচ্ছে সংগঠনটির গঠনতন্ত্রও।



২৬-২৭ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে জাসদের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। ১৯ নভেম্বর জাসদের জাতীয় কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

এর আগে ডিসেম্বরের ২৬-২৭ তারিখ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের জাতীয় সম্মেলনের সিদ্ধান্ত হয়েছিল। ইউনিয়ন পরিষদ ও পৌরসভার নির্বাচনের কারণে এ তারিখ পেছানো হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া।

তিনি বলেন, সামনে নির্বাচন। এ সময়ে দলের বিভিন্ন ইউনিটের সম্মেলন শেষ করে কেন্দ্রীয় সম্মেলন করা সম্ভব নয়। জাসদের কেন্দ্রীয় সম্মেলন করতে হলে অন্তত ৯০ শতাংশ জেলা সম্মেলন শেষ করতে হবে। মাত্র ২০টি জেলার সম্মেলন হয়েছে। আরও সাতটি জেলার শিডিউল দেওয়া হয়েছে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে মোট ৩৫ ও ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সর্বমোট ৫০টি জেলা সম্মেলন সম্পন্ন করা যাবে। এরপরই কেন্দ্রীয় সম্মেলন হবে।

একই সঙ্গে দলটির গঠনতন্ত্রও সংশোধনের কাজ চলছে। ৩ অক্টোবর জাসদের কার্যকরী কমিটির সাধারণ সভায় ঘোষণাপত্র ও গঠনতন্ত্র সংশোধনী বিষয়ক ৯ সদস্য বিশিষ্ট একটি উপ-কমিটির গঠন করা হয়েছে।

জানা গেছে, ওই কমিটি ইতিমধ্যে বিভিন্ন জেলা শাখায় চিঠি দিয়েছে। তাদের মতামতের ভিত্তিতে একটি খসড়া গঠনতন্ত্র করে জাতীয় সম্মেলনে উপস্থাপন করা হবে। কাউন্সিলরদের সমর্থন/ভোটে ওই সংশোধনী পাস হবে।

গঠনতন্ত্র সংশোধন উপ-কমিটির আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. মুশতাক হোসেন বাংলানিউজকে জানিয়েছেন, গঠনতন্ত্র সংশোধনের এখনও দৃশ্যমান কোনো কাজ হয়নি। অতএব, কোন্ বিষয়টির সংশোধন হচ্ছে, বা সংযোজন হচ্ছে এখনই বলা যাবে না।

তবে, এবারের গঠনতন্ত্রে অনেক পরিবর্তন আসবে বলে ধারণা করছেন দলের একাধিক নেতা। তারা বাংলানিউজকে বলেন, গঠনতন্ত্র অনুযায়ী দলটির সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া ও কার্যকরী সভাপতি মঈনুদ্দিন খান বাদল স্ব স্ব পদে থাকতে পারবেন না। তাদের পদে থাকতে হলে বা রাখতে হলে গঠনতন্ত্রের ওই ধারা পরিবর্তন করতে হবে।

জাসদের গঠনতন্ত্রের ১১ এর (খ) অনুচ্ছেদ অনুযায়ী, দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যকরী সভাপতি পর পর একাধিক মেয়াদে দায়িত্ব পালন করতে পারবেন না।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ফেরত এবং সমাজতান্ত্রিক মানসিকতার রাজনৈতিক কর্মীদের দিয়ে ১৯৭২ সালে গঠিত হয় দলটি।

মহান মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের সেক্টর কমান্ডার আবদুল জলিল-কে সভাপতি এবং ডাকসুর ভিপি ও ছাত্রনেতা আ স ম আবদুর রবকে সাধারণ সম্পাদক করে দলটির প্রথম কমিটি গঠিত হয়।

দু’দফায় ভাঙ্গনের মুখোমুখি হয় দলটি। বর্তমানে হাসানুল হক ইনু-শরীফ নূরুল আম্বিয়ার নেতৃত্বে দলটি মহাজোট সরকারের অংশীদার।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এসইউজে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।