ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

খুলনায় বিএনপির ১১ নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
খুলনায় বিএনপির ১১ নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার

খুলনা: খুলনার চালনা পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় ১১ নেতা-কর্মীকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে বিএনপি।

বহিষ্কৃত নেতা-কর্মীরা হলেন, দাকোপ উপজেলার চালনা পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান সউদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সুরেন্দ্র নাথ মাখন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কাজী সোহেল, যুগ্ম আহবায়ক প্রিন্স হালদার, পৌর ছাত্রদলের প্রথম যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সদস্য অলিউর রহমান, হযরত আলী, সাহেব গাজী, ছাত্রদলের সদস্য পলাশ বিশ্বাস, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক রাজ্জাক মোল্লা ও পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মিলন ভূঁইয়া।



খুলনা মহানগর বিএনপির সহ দপ্তর সম্পাদক শামসুজ্জামান চঞ্চল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২৩ ডিসেম্বর) কেডি ঘোষ রোডের মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে পাইকগাছা চালনা পৌর নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির সভায় সাময়িক বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে সভাপতিত্ব করেন পাইকগাছা চালনা পৌর নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

সভা থেকে দলীয় শৃংখলা ভঙ্গ করে দল মনোনীত প্রার্থীর বিপক্ষ প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজে অংশ নেওয়ায় দল থেকে সতর্ক করার পরেও দলীয় শৃংখলা ভঙ্গ করে চলায় ওই ১১ নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করে কেন চূড়ান্ত বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হবে না মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তা জানতে চেয়ে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়।

সভায় পাইকগাছা ও চালনা নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সভা থেকে নির্বাচন কমিশনকে আচরণ বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়ে পুলিশ প্রশাসনকে নিজেদের আচরণবিধি মেনে নির্বাচনী পরিবেশ রক্ষায় নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহবান জানানো হয়।

সভায় নির্বাচন কমিশনকে দলবাজ পুলিশ কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দেওয়াসহ প্রিজাইডিং ও পুলিং এজেন্ট নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্তদের দায়িত্ব না দেওয়ার আহবান জানানো হয়।

সভায় দুই নির্বাচনী এলাকায় পোলিং এজেন্টদের প্রশিক্ষণের জন্য ২৬ ডিসেম্বর তারিখ নির্ধারণসহ মহানগর বিএনপি নেতা ফখরুল আলম ও অধ্যক্ষ তারিকুল ইসলামের নেতৃত্বে দুটি কমিটি গঠন ও দায়িত্ব প্রদান করা হয়। সভায় আইনজীবী ও মহিলা দলের দুটি গণসংযোগ টিম দুই পৌর এলাকায় প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।