ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নিরাপদে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
নিরাপদে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করুন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক

ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ও নিরাপদে ভোট‍াধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
 
সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।


 
বিবৃতিতে সাইফুল হক বলেন, ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে মানুষ শান্তিপূর্ণ পরিবেশে ও নিরাপদে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা তা নিয়ে গুরুতর আশঙ্কা দেখা দিয়েছে। সরকারি দল এবং তাদের প্রার্থীদের বল প্রয়োগ, হুমকি ও চাপের কারণে এই আশঙ্ক ক্রমেই প্রবল হয়ে উঠছে।
 
তিনি বলেন, প্রশাসনিক ছত্রছায়ায় সরকার দলীয় প্রার্থীরা বেপরোয়াভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চলেছেন। মন্ত্রী ও সংসদ সদস্যরাও ধারাবাহিকভাবে আচরণবিধি ভঙ্গ করছেন। এর সঙ্গে যুক্ত হয়েছে নির্বাচনে বেশুমার টাকার খেলা।
 
পার্টির সাধারণ সম্পাদক অভিযোগ করেন, নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তায় কার্যত এখন আচরণবিধি লঙ্ঘনের মহোৎসব চলছে। এই পরিস্থিতি চলতে দিলে গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের মতো আসন্ন পৌরসভা নির্বাচনও এক ধরনের তামাশায় পর্যবসিত হবে। এই অবস্থায় সরকার দলীয় প্রার্থীরা বিপুলভাবে বিজয়ী হলেও তাতে সরকার ও সরকার দলীয় প্রার্থীদের রাজনৈতিক পরাজয় ঘটবে।
 
সাইফুল হক বলেন, বিদ্যমান রাজনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার লক্ষ্যে দেশে গণতান্ত্রিক আবহ সৃষ্টিতে সরকার ও নির্বাচন কমিশন পৌর নির্বাচনকে সুযোগ হিসেবে কাজে লাগাতে পারে। সরকার ও নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হলে দেশের রাজনৈতিক সংকট আরও ঘনীভূতই হবে এবং তা কারো জন্যই মঙ্গলজনক হবে না।
 
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
এসইউজে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।