ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ’লীগের সংবাদ সম্মেলন

মাদ্রাসাছাত্রের সঙ্গে মিশে তাণ্ডব চালিয়েছে বিএনপি-জামায়াত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
মাদ্রাসাছাত্রের সঙ্গে মিশে তাণ্ডব চালিয়েছে বিএনপি-জামায়াত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: মাদ্রাসা ছাত্রদের সঙ্গে মিশে বিএনপি-জামায়াতের কর্মীরা ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।  
 
বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে জেলা আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।


 
তিনি বলেন, তাণ্ডবে ৭০ কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি হয়েছে। এর মধ্যে কিছু ক্ষতি অপূরণীয়। সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খা সঙ্গীতাঙ্গনের যে ক্ষতি হলো তা কোনদিন পূরণ হবার নয়। সেখান থেকে ওস্তাদ আলাউদ্দিন খা’র ব্যবহৃত বিভিন্ন বাদ্যযন্ত্রসহ দুর্লভ জিনিসপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে।
 
সংবাদ সম্মেলনে আল মামুন আরও বলেন, মঙ্গলবারের তাণ্ডবের সঙ্গে যারা জড়িত তারা বিএনপি-জামায়াত তথা জঙ্গিবাদী। তারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে না বলেই এরকম নারকীয় তাণ্ডব চালিয়েছে। এই অপশক্তিটি স্পষ্টতই বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না।
 
তিনি আরও বলেন, সোমবার রাতে 'জয়বাংলা' বলে যারা মাদ্রাসায় হামলা করে তারা সবাই কান্দিপাড়া এলাকার ছাত্রদলের কর্মী। ছাত্রলীগকে দায়ী করতে তারা মুখে কাপড় বেঁধে জামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় হামলা করেছে। প্রকৃতপক্ষে এ ঘটনার সঙ্গে ছাত্রলীগ জড়িত নয়।
 
তিনি বলেন, জামিয়া ইউনুছিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ বলেছে, মঙ্গলবারের তুলকালাম ও লুটপাটের সঙ্গে তাদের শিক্ষার্থীরা জড়িত নন। তাদের সঙ্গে একটি অপশক্তি হামলায় অংশ নিয়েছিল। এই অপশক্তিটি যে বিএনপি-জামায়াত, তা বোঝার বাকি নেই।
 
তিনি হামলা-ভাঙচুরের সময় স্থানীয় প্রশাসনের নীরব ভূমিকার সমালোচনা করে বলেন, প্রশাসনের কর্তা ব্যক্তিরা ইচ্ছা করলে অন্তত কিছু প্রতিষ্ঠানকে রক্ষা করতে পারতো। তিনি বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিহত মাদ্রাসা ছাত্রের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানান।
 
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি পৌর মেয়র হেলাল উদ্দিন, সহ সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক মুজিবুল হক বাবুলসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এমজেড

** ৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ শুরু
** ব্রাহ্মণবাড়িয়া শহরে থমথমে পরিস্থিতি
** রেল স্টেশনে তাণ্ডব, এমপির কার্যালয় ভাঙচুর
** ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি মোতায়েন
** ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ
** ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে নিহত ১, বিজিবি মোতায়েন
** ব্রাহ্মণবাড়িয়ার সংঘর্ষে শিক্ষার্থী নিহত
** ব্রাহ্মণবাড়িয়ার সংঘর্ষ ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।