ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফের বিএনপি-আসল বিএনপি সংঘর্ষ, পিকআপে আগুন

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
ফের বিএনপি-আসল বিএনপি সংঘর্ষ, পিকআপে আগুন ছবি: শাকিল- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর নয়াপল্টনে আবারও সংঘর্ষে জড়িয়েছে বিএনপি ও ‘আসল বিএনপি’র নেতাকর্মীরা। দু’পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।



রোববার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ‘আসল বিএনপি’র নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দখলে গেলে রাস্তায় এ সংঘর্ষ হয়। তবে, এতে তৎক্ষণাৎ নেতাকর্মীদের আহতের খবর বা সংখ্যা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া ৩টার পর বিজয় নগর মোড় থেকে ‘আসল বিএনপি’র প্রায় ১৫০ নেতাকর্মী কেন্দ্রীয় কার্যালয় দখল করতে রওয়ানা হয়। তাদের কিছু নেতাকর্মী পিকআপে চড়ে ‘জিয়াউর রহমান’ স্লোগান দিয়ে এবং গান-বাজনা বাজিয়ে কার্যালয় অভিমুখে আসছিল। এই খবরে আগে থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থানে থাকা বিএনপির প্রায় ২০০ নেতাকর্মী নাইটিঙ্গেল মোড়ের দিকে এগোতে থাকে।
BNP_clash_01
দু’পক্ষ হক্স বে গাড়ির শো’রুম সম্মুখে পৌঁছালে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় ‍‘আসল বিএনপি’র কর্মীদের নিয়ে আসা পিকআপটি ভ্যানটিতে (ঢাকা মেট্রো ন-১১-৯৩৭১) আগুন ধরিয়ে দেয় বিএনপির কর্মীরা। দু’পক্ষের মধ্যে কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। তবে পুলিশ ঘটনাস্থলে আসার আগে দু’পক্ষই সরে যায়।

এ ঘটনায় পুরো নয়াপল্টন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত বিকেল ৪টায়ও নয়াপল্টনের ভিআইপি সড়কে সবধরনের যান চলাচল বন্ধ দেখা গেছে।
BNP_Clash_02
এ বিষয়ে ‘আসল বিএনপি’র আহ্বায়ক দাবিদার কামরুল হাসান নাসিম বাংলানিউজকে বলেন, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জনতার আদালত বসানো হবেই। কারণ বিএনপিকে পুনর্গঠনের বিষয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী জনতার প্রতীকী নিম্ন আদালতে দু’টি রায় এসেছিলো। এর একটি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জনতার উচ্চ আদালত বসানো। ’

এর আগে, গত ২ জানুয়ারি কার্যালয় দখল নিয়ে বিএনপি ও ‘আসল বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬/আপডেট ১৬২৩ ঘণ্টা/আপডেট ১৮৪৩ ঘণ্টা
এমএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।