ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

‘বাংলাদেশে ইসলামবিরোধীদের স্থান হবে না’

চট্টগ্রাম ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, আগস্ট ৬, ২০১০

চট্টগ্রাম: বাংলাদেশে ইসলামবিরোধীদের স্থান হবে না বলে হুঁশিয়ার করেছে চরমোনাই পীরের অনুসারীদের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার দুপুরে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী মসজিদে জুমার নামাজ শেষে নগরীর জামাল খান প্রেস কাব চত্বরে এক সমাবেশে দলটির নেতারা এ কথা বলেন।



দলটির উপদেষ্টা ইসমাইল হোসেনের সভাপতিত্বে বক্তারা বলেন, তসলিমা নাসরিন ইসলামবিরোধী কথা বলে বাংলাদেশে থাকতে পারেনি। ঠিক তেমনি ইসলামীবিরোধী কোনো পদপে নেওয়া হলে তাদের স্থান বাংলাদেশে হবে না।

তারা আরও বলেন, শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশে ইসলামী রাজনীতি করা যাবে নাÑ এমন কিছু মেনে নেবে না এদেশের তৌহিদি জনতা।

সেইসঙ্গে সরকার ইসলামবিরোধী আইন না করার অঙ্গীকার ভঙ্গ করছে বলে অভিযোগ করেন বক্তারা ।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।