ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

রিজার্ভ ফোর্স বলতে কোনো বাহিনীকে বোঝাইনি: ডা. তাহের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, আগস্ট ৬, ২০১০
রিজার্ভ ফোর্স বলতে কোনো বাহিনীকে বোঝাইনি: ডা. তাহের

ঢাকা: বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় উঠে আসা জামায়াতে ইসলামীর মজলিসে শূরার সদস্য ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তাকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন।

শুক্রবার দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘রিজার্ভ ফোর্স বলতে আমি বিশেষ কোনো অঙ্গ সংগঠন বা বাহিনীকে বোঝাইনি।

জনগণ এ সরকারের অগণতান্ত্রিক আচরণে সংগঠিত হচ্ছে। এ সংগঠিত জনগণকেই আমি রিজার্ভ ফোর্স বলেছি। ’

এ সময় তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির ইঙ্গিত দেননি বলেও দাবি করেন।

গত বুধবার বাংলাদেশ ইয়ুথ ফোরাম নামে একটি সংগঠনের আলোচনা সভায় ডা. তাহের বলেছিলেন, ‘আমরা শক্তি সঞ্চয় করছি। আমরা মরে যাইনি। ফোর্স রেডি আছে। আর যথাসময়ে সরকারের যথাযথ ব্যক্তিদের বিরুদ্ধে এই রিজার্ভ ফোর্স প্রয়োগ করা হবে। ’

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ৬ আগস্ট, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।