ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেট বিভাগের নবনির্বাচিত মেয়রদের শপথ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
সিলেট বিভাগের নবনির্বাচিত মেয়রদের শপথ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: শপথ নিয়েছেন সিলেটসহ চার জেলার ১৬টি পৌরসভার নব নির্বাচিত মেয়ররা। বুধবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টায় জেলা পরিষদ মিলনায়তনে তাদের শপথ বাক্য পাঠ করান সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন ভূঁইয়া।



যেসব মেয়র প্রার্থীরা শপথ নিয়েছেন তারা হলেন- সিলেটের গোলাপগঞ্জে পৌর মেয়র সিরাজুল জব্বার চৌধুরী (আ’লীগ বিদ্রোহী), কানাইঘাটে নিজাম উদ্দিন আল মিজান (আ’লীগ বিদ্রোহী), জকিগঞ্জে খলিল উদ্দিন (আ’লীগ)।

মৌলভীবাজার জেলার সদর পৌরসভায় ফজলুর রহমান (আ’লীগ), কুলাউড়ায় শফি আলম ইউনুছ (আ’লীগ বিদ্রোহী), কমলগঞ্জে জুয়েল আহমদ (আ’ লীগ) বড়লেখায় আবুল ইমাম চৌধুরী কামরান (আ’লীগ)।

হবিগঞ্জ সদর পৌরসভার জিকে গউছ (বিএনপি), জেলার মাধবপুরে হিরেন্দ্র লাল সাহা (আ’লীগ), চুনারুঘাটে নাজিম উদ্দিন শামছু (বিএনপি), শায়েস্তাগঞ্জে ছালেক মিয়া (আ’লীগ), নবীগঞ্জে ছাবির আহমেদ চৌধুরী (বিএনপি)।

সুনামগঞ্জ সদরে আয়ুব বক্স জগলুল (আ’লীগ), জগন্নাথপুরে এ পৌরসভায় হাজি আব্দুল মনাফ (আ’লীগ), দিরাইয়ে মোশারফ মিয়া (আ’লীগ) এবং ছাতক পৌরসভায় আবুল কালাম চৌধুরী (আ’লীগ)।

সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় কারান্তরীণ হবিগঞ্জ থেকে নির্বাচিত পৌর মেয়র জিকে গৌস প্যারোলে মুক্তি পেয়ে শপথ অনুষ্ঠানে অংশ নেন।   

এছাড়া একই দিনে কাউন্সিলর প্রার্থীদেরও শপথ বাক্য পাঠ করানো হয়।

শপথ গ্রহণকালে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনমাগঞ্জের জেলা প্রশাসকসহ সরকারী ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গত ৩০ ডিসেম্বর দেশের বিভিন্ন পৌরসভার সঙ্গে সিলেটের ১৬ পৌরসভায়ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এসব পৌরসভার মধ্যে মাত্র তিনটিতে বিএনপি প্রার্থীরা বিজয়ী হন। বাকি ১৩টিতেই আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হন।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।