ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

৯ ‍মামলায় এ্যানীর আত্মসমর্পণ, শুনানি বিকেলে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
৯ ‍মামলায় এ্যানীর আত্মসমর্পণ, শুনানি বিকেলে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

ঢাকা: ২০১৫ সালের জানুয়ারিতে দায়ের হওয়া ৭ মামলাসহ ৯ মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন সাবেক এমপি ও বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকার সিএমএম আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন চান।



বিকেল ৩টা নাগাদ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনান ও ইউনূস খানের আদালতে জামিনের শুনানি হওয়ার কথা রয়েছে।

এ্যানীর আত্মসমর্পণের বিষয়টি বাংলানিউজকে জানান তার অন্যতম আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।