ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

ভারতের সঙ্গে চুক্তি বাতিলে আন্দোলন: বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, আগস্ট ৭, ২০১০
ভারতের সঙ্গে চুক্তি বাতিলে আন্দোলন: বিএনপি

ঢাকা: ভারতের সঙ্গে করা বাংলাদেশের ‘স্বার্থবিরোধী’ সব চুক্তি বাতিলে বাধ্য করতে জনগণকে নিয়ে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি।

শনিবার রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক গোলটেবিল আলোচনায় দলটির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার একথা বলেন।



তিনি বলেন, ‘সরকার ক্ষমতায় থাকার জন্য একটি দেশের (ভারত) সঙ্গে বাংলাদেশের স্বার্থবিরোধী যেসব চুক্তি করেছে সেগুলো বাতিলের জন্য জনগণকে সঙ্গে আন্দোলন গড়ে তুলবে বিএনপি। ’

‘ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির প্রস্তাবিত সফর ও বাংলাদেশ-ভারত সম্পর্কের অতীত-বর্তমান-ভবিষ্যৎ’ শীর্ষক এ গোলটেবিল আলোচনার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

সরকারকে সহনশীল ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে এমকে আনোয়ার বলেন, ‘সরকার জনগণের কাছে যে ওয়াদা দিয়ে ক্ষমতায় এসেছে তা পূরণ না করে ভারতের স্বার্থ হাসিল করে যাচ্ছে। আওয়ামী লীগ মনে করছে, ক্ষমতায় থাকতে একটি দেশের আশীর্বাদই যথেষ্ট। জনসমর্থন দরকার নেই। ’

তিনি বলেন, ‘একটি স্বাধীন দেশ আর একটি স্বাধীন দেশের সঙ্গে চুক্তি করে। কিন্তু শেখ হাসিনা স্বাধীন বাংলাদেশের সঙ্গে ভারতের একটি ব্যাংকের ১০০ কোটি মার্কিন ডলারের যে চুক্তি করলেন তা মর্যাদা হানিকর। এ টাকা দিয়ে তারা ভারতের স্বার্থেই বাংলাদেশে রাস্তাঘাট নির্মাণ করবেন। এতে জনস্বার্থ রক্ষা হবে না। ’

শেখ হাসিনা ছয় বছর ভারতে ছিলেন- মন্তব্য করে বিএনপির এই নেতা আরও বলেন, ‘ভারতের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক আছে। এজন্য তিনি প্রধানমন্ত্রী হয়েও দেশের স্বার্থ বিলিয়ে দিতে পারেন।

‘ভারত সফর শেষে দেশে ফিরে শেখ হাসিনা জানান তিনি তিনটি  চুক্তি করে এসেছেন। কিন্তু জনসম্মুখে সেগুলো প্রকাশ করেননি। এছাড়া আরও গোপন দুই চুক্তি হয়েছে। সেগুলোতে কী আছে কেউই জানে না। ’

এমকে আনোয়ার অভিযোগ করেন, ‘তার (হাসিনা) বাবা ২৫ বছরের গোলামি চুক্তি করেছিলেন। তার মাশুল জনগণ দিয়েছে। শেখ হাসিনার করা চুক্তির দায়ভারও জনগণকে বহন করতে হবে। ’

জাগপা সভাপতি শফিউল আলম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিজেপি মহাসচিব শামীম আল মামুন, ইসলামী ঐক্যজোট মহাসচিব আব্দুল লতিফ নেজামী, এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মর্তুজা, ন্যাপ (ভাসানি) সভাপতি আনোয়ারুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।