ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

প্রণবের সঙ্গে আমু তোফায়েল ও সুরঞ্জিতের ‘সৌজন্য’ সাক্ষাৎ

শামীম খান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, আগস্ট ৮, ২০১০
প্রণবের সঙ্গে আমু তোফায়েল ও সুরঞ্জিতের ‘সৌজন্য’ সাক্ষাৎ

ঢাকা: ঢাকা সফরে আসা ভারতীয় কংগ্রেস পার্টির প্রবীণ নেতা ও দেশটির অর্থমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে আওয়ামী লীগের এক সময়ের অন্যতম নীতি নির্ধারক তিন জ্যেষ্ঠ নেতা সাক্ষাৎ করেছেন।

ওই তিন নেতা হলেন, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমদ ও সুরঞ্জিত সেনগুপ্ত।

শনিবার সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত তাঁরা ঢাকায় ভারতীয় হাইকমিশনে গিয়ে প্রণবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ প্রসঙ্গে আমির হোসেন আমু বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, “বিশেষ কোনো বিষয় নয়, প্রণব বাবুর সঙ্গে দেখা হলো, কথা হলো, এই যা। এটা সৌজন্য সাক্ষাৎ। ”

অপর একটি সূত্র জানায়, দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের অবস্থান এবং যুদ্ধাপরাধ ইস্যুতে জামায়াতের দেশ অশান্ত করার চেষ্টার কথাও প্রণব মুখার্জিকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, ৭ আগস্ট ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।