ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

গণমিছিল সফল করতে বিএনপি`র দ্বিতীয়দিনের জনসংযোগ চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০১০
গণমিছিল সফল করতে বিএনপি`র দ্বিতীয়দিনের জনসংযোগ চলছে

ঢাকা: ৯ আগস্ট সোমবারের গণমিছিল সফল করতে দুই দিনব্যাপী জনসংযোগ কর্মসূচির আজ দ্বিতীয় দিনেও সিনিয়র নেতারা রাজধানীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ অব্যাহত রেখেছেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে ৯ আগস্ট রাজাধানীর পল্টন ময়দানে এ গণ মিছিলের কর্মসূচি পালন করা হবে।



সকালে থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে নেতারা জনসংযোগ শুরু করেন।

রাজধানীকে ২৬টি পয়েন্টে ভাগ করে শনিবার সকাল থেকে জনসংযোগ কর্মসূচি শুরু করেন নেতারা।

এদিকে, গণমিছিল কর্মসূচি সফল করতে শনিবার রাতে দলের চেয়ারপার্সন খালেদা জিয়া তার গুলশানের কার্যালয়ে সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন।
 
দুই দিনের জনসংযোগ কর্মসূচিতে বিভিন্ন পয়েন্টে যারা নেতৃত্ব দিচ্ছেন দলের সিনিয়র নেতারা।

গণ মিছিল কর্মসূচির প্রস্তুতি হিসেবে  রোববার পল্টন ময়দানও পরিদর্শন করতে যান কয়েকজন শীর্ষ নেতা।

দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন গত ২৭ জুলাই নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ৯ আগস্টের গণমিছিল কর্মসুচির ঘোষণা করে বলেন, ‘আওয়ামী দুঃশাসন, হত্যা নির্যাতন, দখল, আধিপত্য বিস্তার, টেন্ডারবাজি, ভর্তি বাণিজ্য, সিট বাণিজ্য, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকটের কারণে জনদুর্ভোগ, প্রশাসনে হস্তক্ষেপ, সাংবাদিক নির্যাতন এবং দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাড়িতে হামলা ও ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর ওপর নির্যাতনের প্রতিবাদ এবং মির্জা আব্বাস, নাসিরউদ্দিন পিন্টু, আব্দুস সালাম পিন্টু, এহসানুল হক মিলন ও কমিশনার আরিফসহ সকল নেতা কর্মীদের মুক্তির দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়েছে। ’

তিনি আরও জানান, গণমিছিলে নেতৃত্ব দেবেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়া।

বাংলাদেশ সময় ১২০৮ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।