ঢাকা: প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়কে দুর্নীতিবাজ বলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড.হাছান মাহমুদ বলেছেন, ‘চোরের মায়ের গলা সবসময়ই বড় হয়‘।
সোমবার ( মে ০২) সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ বলেন, ‘বেগম জিয়া এতিমদের টাকা মেরেছেন, যে মামলা আদালতে বিচারাধীন।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে হাছান মাহমুদ আরও বলেন, ‘আপনার উদ্দেশে বলতে চাই,দয়া করে সাবধানে কথা বলবেন। নিজের দোষ ঢেকে অপরকে দুর্নীতিবাজ বানানোর অপচেষ্টা করবেন না। আসলে যে চোর সে অন্যকেও নিজের মতো মনে করে। ’
গত পরশু প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়'কে নিয়ে খালেদা জিয়ার মন্তব্যের জবাবে এসব কথা বলেন হাছান মাহমুদ।
তিনি বলেন, ‘আজ যে ডিজিটাল বাংলাদেশের বাস্তবরূপ আমরা দেখছি তার ধারণা এসেছে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় থেকে যা জননেত্রী শেখ হাসিনা বাস্তবে রূপ দিয়েছেন। আর অপরদিকে তারেক রহমান থেকে দেশবাসী দেখেছে হাওয়া ভবনে বসে কিভাবে দুর্নীতি করতে হয়, কিভাবে দেশের সব ব্যবসাবাণিজ্য থেকে ১০% করে কমিশন খেতে হয়। ‘
হাছান মাহমুদ তার বক্তব্যে আরো বলেন, ‘সজীব ওয়াজেদ বিনা মাইনেতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে কাজ করে যাচ্ছেন। তিনি পৃথিবীর অন্যতম সেরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। অন্যদিকে খালেদা জিয়া নিজেতো মেট্রিক পাশ করেননি তার দুই পুত্রও বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্যতা অর্জন করতে পারেনি।
তিনি বলেন,সমগ্র পৃথিবীকে অবাক করে দিয়ে যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তখন বাংলাদেশের এ এগিয়ে যাওয়াকে স্তব্ধ করে দেওয়ার জন্য দেশে-বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র চলছে। দেশে কোন ঘটনা হলেই যুক্তরাষ্ট্র থেকে বিবৃতি আসে যে বাংলাদেশে আইএস জঙ্গি আছে। বাংলাদেশে মানুষের নিরাপত্তা নেই, এখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এসব বিবৃতি আসলে সাম্রাজ্যবাদ বিস্তারের নতুন পন্থা। আর যুক্তরাষ্ট্রের কিংবা অন্য কোন সংগঠনের সাথে সুর মিলিয়ে খালেদা জিয়াও বিবৃতি দেন যে দেশের মানুষের কোন নিরাপত্তা নেই। আমি বলবো দেশের মানুষের নিরাপত্তার জন্য প্রধান হুমকি হচ্ছেন খালেদা জিয়া। ’
শাহাদাত হোসেন টয়েলের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বলরাম পোদ্দার, শাহজাহান সাজু, হাসিবুর রহমান মানিক, এম এ করিম, ফজলুল হক প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, মে ০২, ২০১৬
আরআই