ঢাকা: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা স্থগিত চেয়ে মামলাটির প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (০৫ মে) পর্যন্ত শুনানি মুলতবি করেছেন হাইকোর্ট।
বুধবার (০৪ মে) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চে শুনানি শুরু করেছেন খালেদার আইনজীবীরা।
আদালতে খালেদার পক্ষে ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
আইনজীবীরা জানিয়েছেন, প্রথম দিনের শুনানি শেষে বৃহস্পতিবার পর্যন্ত শুনানি মুলতবি করেন আদালত।
গত ১৮ এপ্রিল খালেদা জিয়ার পক্ষে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা স্থগিত চেয়ে আবেদনটি জানান তার আইনজীবী। একই সঙ্গে তার করা দু’টি আবেদন খারিজ করে বিচারিক আদালতের দেওয়া আদেশ পুনর্বিবেচনার (রিভিশন) আবেদন জানান খালেদা।
পরে বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চে ২১ এপ্রিল অবকাশকালীন ছুটি শেষে নিয়মিত বেঞ্চে পাঠানোর আদেশ দেন। সে অনুসারে বুধবার ওই বেঞ্চে শুনানি শুরু হয়।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দু’টি মামলার বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে।
গত ১৭ এপ্রিল তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন-অর রশিদের পুনরায় সাক্ষ্যগ্রহণ ও জেরার দু’টি পৃথক আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। শুনানি শেষে আবেদন দু’টি খারিজ করে দেন আদালত।
এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করেন খালেদা জিয়া।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, মে ০৪, ২০১৬
ইএস/এএসআর