ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

একই ফ্লাইটে ফিরলেন ফখরুল-তরিকুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, মে ৪, ২০১৬
একই ফ্লাইটে ফিরলেন ফখরুল-তরিকুল ছবি:বাদল-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চিকিৎসা শেষে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে একই ফ্লাইটে এক সঙ্গে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম।

বাংলাদেশ বিমানের বিজি ০০৮৮ নং ফ্লাইটে বুধবার (০৪ মে) বিকেল ৩ টা ২০ মিনিটে শাহজাহাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান তারা।



হৃদযন্ত্রের চিকিৎসার জন্য গত সপ্তাহে থাইল্যান্ড যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নেন তিনি। সঙ্গে ছিলেন স্ত্রী রাহাত আরা বেগম।

এর কয়েকদিন আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান তরিকুল ইসলাম। সেখান থেকে ব্যাংকক আসেন তিনি। ব্যাংককে বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা গ্রহণকালে সাক্ষাৎ হয় ফখরুলের সঙ্গে। এর পর সিডিউল মিলে যাওয়ায় ছেলে অমিতকে নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে একই ফ্লাইটে দেশে ফেরেন তরিকুল ইসলাম।
 
বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে এসব তথ্য ‍জানান।
 
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব নির্বাচিত হলেও কাউন্সিলের আগে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে তরিকুল ইসলামের নাম আলোচনায় আসে। যদিও এ ব্যাপারে তরিকুল ইসলামকে কখনোই আগ্রহী হতে দেখা যায়নি। বিএনপির ভেতরে থাকা ফখরুলবিরোধী একটি অংশ তরিকুলকে মহাসচিব বানানোর জন্য আপ্রাণ চেষ্টা চালান।
 
শেষ পর্যন্ত শারীরিক অসুস্থতা এবং ফখরুলের ওপর খালেদা জিয়ার আস্থার বিষয়টি বুঝতে পেরে ফখরুলবিরোধী নেতাদের নিবৃত্ত হওয়ার নির্দেশ দিয়ে নিজে থেকেই সরে যান তরিকুল ইসলাম।
 
সংশ্লিষ্টরা বলছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি ইতিবাচক অবস্থান থেকেই চিকিৎসা শেষে একই ফ্লাইটে দেশে ফিরলেন বিএনপির বর্ষীয়ান নেতা তরিকুল ইসলাম।
 
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, মে ০৪, ২০১৬
এজেড/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।