দিনাজপুর: শনিবার (৭ মে) চতুর্থ দফায় দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ উপজেলার ১২টি ইউনিয়নের ১০৯টি ভোট কেন্দ্রের মধ্যে ৭৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন স্থানীয় প্রশাসন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এবার নির্বাচনে নশরতপুর ইউনিয়নে ১৫ হাজার ৯৫৬ জন, সাতনালা ইউনিয়নে ১২ হাজার ৯৬৯ জন, ফতেজংপুর ইউনিয়নে ২০ হাজার ৪৩৫ জন, ইসবপুর ইউনিয়নে ১৯ হাজার ৮২০ জন, আব্দুলপুর ইউনিয়নে ২৭ হাজার ৪২০ জন, অমরপুর ইউনিয়নে ১৮ হাজার ৬৩৮ জন, আউলিয়াপুকুর ইউনিয়নে ১৯ হাজার ৩০৮ জন, সাইতাড়া ইউনিয়নে ২০ হাজার, ভিয়াইল ইউনিয়নে ১৭ হাজার ১০৭ জন, পূনট্টি ইউনিয়নে ১৮ হাজার ৯৪৫ জন, তেতুলিয়া ইউনিয়নে ১০ হাজার ১৮৮ জন ও আলোকডিহি ইউনিয়নে ৯ হাজার ১৮৬সহ মোট ২ লাখ ৯ হাজার ৯৭১ জন ভোটার ১০৯টি কেন্দ্রে ভোট দেবেন।
দিনাজপুর চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, চিরিরবন্দর উপজেলার ১২টি ইউনিয়নের ১০৯টি ভোট কেন্দ্রের মধ্যে ৭৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে কেন্দ্র গুলোতে পুলিশের পাশাপাশি আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।
এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে সার্বক্ষণিক টহল দিবেন বিজিবি ও ৠাব সদস্যরা। সেই সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থাকবে ভ্রাম্যমাণ আদালত।
বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ২০১৬
এএনজি/আরএ