ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কসবার কুটি ইউপির নির্বাচন স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, মে ৪, ২০১৬
কসবার কুটি ইউপির নির্বাচন স্থগিত

ব্রাহ্মণবাড়িয়া: পঞ্চম ধাপে ২৮ মে দেশব্যাপী ৭৩৩ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনু্ষ্ঠিত হতে যাচ্ছে। এ সময়ের মধ্যে বর্তমান চেয়ারম্যানের মেয়াদপূর্ণ না হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউপি নির্বাচন স্থগিত ঘোষণা করেছেন উচ্চ অাদালত।

বুধবার (৪ মে) উচ্চ অাদালতের বিচারপতি একেএম আসাদুজ্জামান ও কাজী মো. ইজহারুল হক আখন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ ছয় সপ্তাহের জন্য এই ইউনিয়নের যাবতীয় নির্বাচনী কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।

উচ্চ অাদালতে এই ইউপির বর্তমান চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জিতুর করা নির্বাচন কার্যক্রম স্থগিতাদেশ চেয়ে রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে এ ঘোষণা দেন উচ্চ আদলত।

এদিকে, উচ্চ অাদালতের আদেশ পাওয়ার পর কসবা উপজেলা শিক্ষা কর্মকর্তা ও এই নির্বাচনের রিটার্নিং অফিসার রওশন আরা গণবিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন কার্যক্রম স্থগিতের ঘোষণা দেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ জানান, কসবার ১০ ইউপিতে ২৮ মে নির্বাচন হওয়ার কথা ছিল। উচ্চ অাদালত এর মধ্যে কুটি ইউনিয়নের নির্বাচন কার্যক্রম স্থগিতের অাদেশ দিয়েছেন। এজন্য এখন উপজেলার বাকি নয় ইউপিতে ২৮ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, মে ০৪, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।