রংপুর: রংপুর ও পীরগাছা থানায় নাশকতার অভিযোগে বিএনপি ও জামায়াত-শিবিরের ৪ কর্মীসহ ৫৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৫ মে) ভোররাতে রংপুরের ৮ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার জামায়াত-শিবির কর্মীরা হলেন- রংপুর কোতয়ালী থানার হরকলি গ্রামের জমির উদ্দিনের ছেলে শিবির কর্মী জাহিদুল ইসলাম জাহিদ (৩০) ও আশরতপুর এলাকার জালাল উদ্দিনের ছেলে এস এম আলম পান্না (২৮) ও পীরগাছা উপজেলার পরান গ্রামের আবুল কাসেমের ছেলে জামায়াত কর্মী মো.ফারুক (২৬) তামবুলপুর গ্রামের মৃত জকিল মিয়ার ছেলে আবদুল বাতেন মিয়া (৫৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
রংপুর কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এবি এম জাহিদুল ইসলাম ও পীরগাছা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান,নাশকতা ও হামলার অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতের ৩ কর্মী বিএনপির ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিন বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক থাকার তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে আসামিরা নিজ নিজ এলাকায় অবস্থান নিয়েছেন খবর পেয়ে অভিযান পরিচালনা করে বুধবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়।
তাদের বিরুদ্ধে নাশকতা, চুরি-ডাকাতি ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, মে ০৫, ২০১৬
বিএস