ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

এমপি এনামুলকে শোকজ, বাগমারায় নির্বাচন স্থগিত

ইকরাম-উদ দৌলা, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, মে ৫, ২০১৬
এমপি এনামুলকে শোকজ, বাগমারায় নির্বাচন স্থগিত

ঢাকা: নির্বাচনী আচরণবিধি না মানায় রাজশাহী-৪ আসনের (বাগমারা উপজেলার) সদস্য সংসদ (এমপি) এনামুল হককে শোকজ করছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে বাগমারা উপজেলার ১৬টি ইউপির সবগুলোর নির্বাচন স্থগিত করেছে সংস্থাটি।

শনিবার-৭ মে চতুর্থ ধাপে এ উপজেলায় ইউপি নির্বাচন হওয়ার কথা ছিল।

ইসি সূত্র জানায়, এনামুল হক নির্বাচনী এলাকায় অবস্থান করছিলেন। রিটার্নিং কর্মকর্তা তাকে নির্বাচনী এলাকা ছাড়তে বললেও তিনি এলাকাতে অবস্থান করায় নির্বাচন কমিশন এনামুল হককে শোকজ ও ভোটগ্রহণ স্থগিতের আদেশ দেন।

শোকজ নোটিশ অনুযায়ী, এনামুল হকের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তার জবাব নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে জানাতে হবে।

এদিকে নির্বাচনী অনিয়মের কারণে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের জন্যও পুলিশ মহাপরিদর্শকে নির্দেশের সিদ্ধান্ত দিয়েছে ইসি।

বৃহস্পতিবার (০৫ মে) ইসির দেওয়া নির্দেশনার চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠাচ্ছেন সংস্থাটির উপ-সচিব ফরহাদ আহাম্মদ খান। শুক্রবার এ সংক্রান্ত চিঠি পাঠানো হবে বলে বাংলানিউজকে জানান ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে বাগমারার নির্বাচন স্থগিত করতে বৃহস্পতিবার রাতেই রিটার্নিং কর্মকর্তাকে ইসির নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশের প্রায় সাড়ে চার হাজার ইউপিতে এবার ছয় ধাপে ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে তিনটি ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আগামী ৭ মে চতুর্থ ধাপে ৭২৫ ইউপিতে ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে। তবে বাগমারার নির্বাচন স্থগিত হওয়ায় ৭ মে ৭০৯ ইউপিতে ভোটগ্রহণ হবে। এরপর ২৮ মে পঞ্চম ধাপে এবং ৪ জুন ষষ্ঠ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইউপি নির্বাচনে নির্বাচনী অনিয়মের কারণে এ পর্যন্ত অন্তত ১০ ওসি ও একজন পুলিশ (এসপি) সুপারকে প্রত্যাহার করেছে ইসি। এছাড়া সাতক্ষীরার এসপি ও ওসিদের তলব করেছিল সংস্থাটি। এর আগে বরগুনা-২ আসনের এমপি হাসানুজ্জামান রিমনকেও শোকজ করা হয়েছে। অন্যদিকে এক উপজেলা চেয়ারম্যানকে বরখাস্ত, একজনের বিরুদ্ধে মামলা এবং দুইজন সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে বরখাস্ত এবং বেশকিছু প্রার্থী ও অনিয়মকারীর বিরুদ্ধে মামলার নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, মে ০৫, ২০১৬
ইইউডি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।