ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

কসবার ৯ ইউপিতে আ.লীগ-বিএনপির প্রার্থী চূড়ান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, মে ৬, ২০১৬
কসবার ৯ ইউপিতে আ.লীগ-বিএনপির প্রার্থী চূড়ান্ত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রধান দুই দল অাওয়ামী লীগ ও বিএনপি তাদের দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে।

ঘোষিত তফসিল অনুযায়ী পঞ্চম ধাপে আগামী ২৮ মে এ নয়টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের প্রার্থীরা হলেন, মূলগ্রাম ইউপিতে মো. মঈনুল ইসলাম, মেহারী ইউপিতে মো. আলম মিয়া, বাদৈর ইউপিতে আবু জামাল খান, বিনাউটি ইউপিতে মো. ইকবাল হোসেন, গোপীনাথপুর ইউপিতে এসএসএ মান্নান, কসবা পশ্চিম ইউপিতে মো. মানিক মিয়া, কাইয়ূমপুর ইউপিতে মো. ইয়াকুব আলী ভূঁইয়া ও বায়েক ইউপিতে আল মামুন ভূঁইয়া।

তবে দলীয় বিরোধের কারণে খাড়েরা ইউপিতে কোনো প্রার্থী চূড়ান্ত করা হয়নি।

এদিকে, বিএনপির প্রার্থীরা হলেন, মূলগ্রাম ইউপিতে মো. মোশারফ হোসেন, মেহারী ইউপিতে আব্দুল আওয়াল, বাদৈর ইউপিতে রবিউল ইসলাম, বিনাউটি ইউপিতে একেএম ফরহাদ, গোপিনাথপুর ইউপিতে মো. মাসুদুল হক ভূঁইয়া, কসবা পশ্চিম ইউপিতে মোহাম্মদ আব্দুল বাকের সরকার, কাইয়ূমপুর ইউপিতে রুবেল, বায়েক ইউপিতে নাজমুল হাসান ও খাড়েরা ইউপিতে মো. মিজানুর রহমান।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, মে ০৬, ২০১৬
আরবি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।