ঢাকা: ‘আমরা সরকারের শত্রু নই, রাজনৈতিক প্রতিপক্ষ’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শুক্রবার (০৬ মে) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইসলামিক পাটি আয়োজিত অ্যাডভোকেট আবদুল মোবিনের প্রথম মৃত্যুবার্ষিকীর আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
নজরুল ইসলাম খান বলেন, অত্যাচারী কোনো শাসন দীর্ঘায়িত হলে জনগণের কষ্ট হয়। অত্যাচারী যত দীর্ঘায়িত হয়, পতন তত করুণ ও দুর্ভাগ্যজনক হয়। আমরা সরকারের শত্রু নই, প্রতিপক্ষ। আমরা আশা করবো অত্যাচার, নিপীড়ন বন্ধ হোক এবং তা সংক্ষিপ্ত হোক যাতে পরিণতি করুণ না হয়।
‘অত্যাচার, নিপীড়নে ক্ষতি হয় দেশ ও দেশের মানুষের। আমরা দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য চাইবো এ ধরনের পরিস্থিতির অবসান হোক’-বলেন এই নেতা।
একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আমরা চাই এ পরিবর্তন গণতান্ত্রিক প্রক্রিয়ায় হোক। গণতান্ত্রিক প্রক্রিয়ায় হতে হলে তা হতে হবে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে জনগণ যে রায় দেবে এবং সে রায় যেন কেউ বদলে দিতে না পারে আমরা সেটাই চাই বলে জানান নজরুল ইসলাম খান।
খালেদা জিয়ার উক্তি উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়া বলেছেন ‘আমরা প্রতিহিংসা পরায়ন হবো না। সবার প্রতি আইন অনুযায়ী বিচারের ব্যবস্থা করা হবে। এতে সরকারের আশ্বস্ত হওয়া প্রয়োজন। ’
সভায় সংগঠনের চেয়ারম্যান আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- জাগপা’র সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম ও ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মে ০৬, ২০১৬
আরইউ/এসআরএস/পিসি