ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চান্দিনার ১ কেন্দ্রে ভোট স্থগিত, প্রিসাইডিং অফিসারসহ আটক ৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, মে ৭, ২০১৬
চান্দিনার ১ কেন্দ্রে ভোট স্থগিত, প্রিসাইডিং অফিসারসহ আটক ৪

কুমিল্লা: জাল ভোট দেওয়ার অভিযোগে কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের নোয়াগাঁও দ্রাখিল মাদ্রাসা কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

চতুর্থ ধাপে শনিবার (০৭ মে ) সকাল ৮টায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়।

কিন্তু রাতেই এই কেন্দ্রে ১৭০০ ব্যালটে সিল মারা হয়েছে বলে অভিযোগ ওঠে। তবে কোন প্রার্থীর পক্ষে সিল মারা হয়েছে তা জানা যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে এই অভিযোগের সত্যতা পাওয়ায় নির্বাচন শুরুর ঘণ্টা খানেক পর এই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। সেই সঙ্গে এই কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসারসহ চারজনকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, মে ০৭, ২০১৬

এনএইচএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।