ব্রাহ্মণবাড়িয়া: চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও বিজয়নগর উপজেলার ১৫টি ইউপির ১০টিতে ভোট বর্জন করেছেন বিএনপি ও জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থীরা।
ভোট কারচুপি ও এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগে শনিবার (০৭ এপ্রিল) পৃথকভাবে প্রার্থীরা নিজ নিজ এলাকায় ভোট বর্জনের ঘোষণা দেন।
অাখাউড়া উপজেলায় ধরখার ইউপিতে বিএনপির হুমায়ূন কবীর জীবন, মোগড়া ইউপিতে বিএনপির মো. নান্নু মিয়া, মনিয়ন্দ ইউপিতে বিএনপির রবিউল্লাহ ভূঁইয়া লাচ্চু, অাখাউড়া উত্তর ইউপিতে বিএনপির অাল-অামিন ভূঁইয়া ও দক্ষিণ ইউপিতে বিএনপির শাহনেওয়াজ খান ভোট বর্জন করেন।
এছাড়া ধরখার ইউপিতে জাতীয় পার্টির সফিকুল ইসলাম ভোট বর্জন করেন।
এদিকে, বিজয়নগর উপজেলার পাহাড়পুর, বিষ্ণপুর, সিঙ্গারবিল, পত্তন ও বুধন্তী ইউপিতে বিএনপির প্রার্থীরা ভোট বর্জন করেছেন।
এই ১৫টি ইউপিতে চেয়ারম্যান পদে ৫৫ জন, সংরক্ষিত সদস্য (নারী) পদে ১৩১ জন এবং সাধারণ সদস্য পদে ৪৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মে ০৭, ২০১৬
এসআর