ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘অনিয়ম চললে মানুষ নির্বাচনের কথা শুনতে চাইবে না’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, মে ৭, ২০১৬
‘অনিয়ম চললে মানুষ নির্বাচনের কথা শুনতে চাইবে না’

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনের নামে যা হচ্ছে, তা চলতে থাকলে মানুষ আর নির্বাচনের কথা শুনতে চাইবে না।

শনিবার (০৭ মে) বিকেলে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাতের পর এসব কথা বলেন।

এর আগে বিকাল চারটা থেকে সোয়া পাঁচটা পর্যন্ত নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সিইসি’র কার্যালয়ে বৈঠক করেন।

বৈঠক শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ইউপি নির্বাচনে অনিয়ম, দখল প্রথম থেকেই হচ্ছে। সেটা অব্যাহত আছে। আমরা সিইসিকে মনে করিয়ে দিয়েছি, তৃতীয় ধাপে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, বাড়ি-ঘর হারিয়েছেন, সেসব ঘটনার দায়ীদের যেন বিচারের ব্যবস্থা করবেন। অনুরোধ করেছি, আলাদা করে ব্যবস্থা নেওয়ার জন্য। কেননা, তাদের বিচার হওয়া উচিত।

তিনি বলেন, আক্ষেপের সঙ্গে বলেছি যে, দেশের ভালো কথাগুলো আমরা পঁচিয়ে ফেলেছি, নষ্ট করে ফেলেছি। সমাজতন্ত্রকে রাষ্ট্রীয় মূলনীতি করেছিলাম। কিন্ত যেভাবে তা নষ্ট করা হয়েছে, এখন কমিউনিস্টরাও সমাজতন্ত্রের কথা উচ্চারণ করেন না। সংস্কার একটি ভালো শব্দ। কিন্তু এ সরকার শব্দটাকে পঁচিয়ে দুর্গন্ধ ছড়িয়ে ফেলেছে। এখন যদি কাউকে বলা হয় সংস্কারবাদী, মনে হয় যেন তাকে গালি দেওয়া হচ্ছে।

নজরুল ইসলাম খান আরো বলেন, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বেগম রোকেয়া সাখাওয়াত সবাই তো সংস্কারবাদী ছিলেন। কিন্তু এ শব্দটাকেও আমরা নষ্ট করে ফেলেছি। একইভাবে এখন নির্বাচনের নামে যা হচ্ছে, তাতে এ শব্দটাকেও এখন মানুষ বেশি সম্মানের সঙ্গে দেখবে না। আর নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয়, নির্বাচন যদি যথাযোগ্য পরিচিতি হারিয়ে ফেলে, তাহলে মানুষ নির্বাচনের কথা শুনতে চাইবে না। আর নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক। এ নির্বাচনকে নষ্ট করে ফেললে গণতন্ত্র নষ্ট হবে। অর্থাৎ সমাজতন্ত্রকে পঁচিয়ে দিয়েছি। সংস্কারকে পঁচিয়ে দিয়েছি। এবার সম্ভবত নির্বাচন এবং গণতন্ত্রকে মানুষের কাছে অগ্রহণযোগ্য করার চেষ্টা চলছে। তবে আমরা প্রতিরোধ করার চেষ্টা করবো গতান্ত্রিক প্রক্রিয়ায়।

এজন্য গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা বলেন, ইউপি নির্বাচনের পরিস্থিতি এখনো পর্যবেক্ষণ চলছে। দলের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হবে।

এ সময় তার সঙ্গে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা  ক্যাপ্টেন (অব.) সুজা উদ্দিন ও ইমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, মে ০৭, ২০১৬
ইইউডি/এএসআর
**
সিইসি’র সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক চলছে
** এবারও ভোট শেষে বিএনপিকে সময় দিলেন সিইসি
** বিএনপিকে সময় দেওয়া নিয়ে এবারও গড়িমসি ইসি’র!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।