ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গাংনীর ৯ ইউনিয়নে আ’লীগ ৪, বিএনপি ৪, বিদ্রোহী ১ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, মে ৭, ২০১৬
গাংনীর ৯ ইউনিয়নে আ’লীগ ৪, বিএনপি ৪, বিদ্রোহী ১ 

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার ৯ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ৪, বিএনপি ৪ ও অপর একটিতে বিদ্রোহী প্রার্থী (আ’লীগ) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

এর মধ্যে কাথুলি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মিজানুর রহমান রানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন।

 

তেঁতুলবাড়িয়া ইউনিয়নে বিএনপির জাহাঙ্গীর আলম, কাজীপুর ইউনিয়নে বিএনপির রাহাতুল্ল্যা, বামুন্দী ইউনিয়নে আওয়ামী লীগের শহিদুল ইসলাম, মটমুড়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সোহেল আহমেদ, ষোলটাকা ইউনিয়নে বিএনপির মনোনীত মনিরুজ্জামান মনি নির্বাচিত হয়েছেন।  

এছাড়া সাহারবাটি ইউনিয়নে আওয়ামী লীগের গোলাম ফারুক, ধানখোলা ইউনিয়নে বিএনপির আখেরুজ্জামান, রাইপুর ইউনিয়নে আওয়ামী লীগের গোলাম সাকলায়েন সেপু নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, মে ০৭, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।