ঢাকা: জামায়াতের ডাকা হরতালেও রাজধানীর মহাখালী এলাকায় যানজট লক্ষণীয়। রোববার (০৮ মে) সকাল থেকেই এ ব্যস্ততা লক্ষ্য করা যায়।
হরতালে শুধু মহাখালীই নয় রাজধানীর বিভিন্ন এলাকায় যানজট দেখা গেছে অন্যদিনের মতোই। অফিসমুখী যাত্রীদেরও ভিড় ছিলো লক্ষণীয়।
রোববার (০৮ মে ) সকাল ৬টা থেকে রাজধানীর গুলিস্তান থেকে বিভিন্ন গন্তব্যের বাসগুলো যথা সময়ে ছেড়ে যায়।
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বহাল রাখার প্রতিবাদে রোববার দেশব্যাপী হরতালের ডাক দেয় জামায়াত।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে প্রেসক্লাবের সামনের রাস্তায় গাড়ির ভীড় লক্ষ্য করা গেছে। প্রতি দিনের মতই প্রেসক্লাবের সামনের ওভারব্রিজের পাশে টিকিট নিয়ে সিটিং সার্ভিস বাসে যথারীতি উঠছেন।
জামায়াত আহুত হরতালে এখন পর্যন্ত কাউকে মাঠে দেখা যায়নি। এদিকে হরতালে সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পল্টন, গুলিস্তান, প্রেসক্লাব, বায়তুল মোকাররম ও দৈনিক বাংলা এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে।
এছাড়াও হরতাল মোকাবিলায় পুলিশের টহল ভ্যান রাস্তায় জনসাধারনের যাতায়াতকে নির্বিঘ্ন করতে বিভিন্ন রাস্তায় টহল দিচ্ছে।
বৃহস্পতিবার ( মে ০৫) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নিজামীর ফাঁসির রায় বহাল রাখার পরপরই এক বিবৃতিতে হরতালসহ তিন দিনব্যাপী নানা কর্মসূচি ঘোষণা দেয় জামায়াতে ইসলামী।
বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, মে ০৮, ২০১৬
এমআইকে/এনএইচএস/বিএস