ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রংপুরে ঢিলেঢালাভাবে চলছে হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, মে ৮, ২০১৬
রংপুরে ঢিলেঢালাভাবে চলছে হরতাল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল রংপুরে ঢিলেঢালাভাবে চলছে। রোববার (০৮ মে) সকাল থেকে নগরীর বিভিন্ন সড়কে স্বাভাবিকভাবেই যান চলাচল করতে দেখা যায়।

তবে রংপুর বাস টার্মিনাল থেকে দ‍ূরপাল্লার বাস চলাচল করছে খুব কম। অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠানও যথারীতি খোলা দেখা যায়। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালে মাঠে দেখা যায়নি জামায়াত-শিবিরের কাউকে।

মানবতাবিরোধী অপরাধের দায়ে বৃহস্পতিবার (মে ০৫) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল রাখেন। এর প্রতিবাদে এক বিবৃতিতে হরতালসহ তিন দিনব্যাপী নানা কর্মসূচি ঘোষণা দেয় জামায়াতে ইসলামী।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, মে ০৮, ২০১৬
এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।