ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শিবগঞ্জে নির্বাচন পরবর্তী সংঘর্ষে আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, মে ৮, ২০১৬
শিবগঞ্জে নির্বাচন পরবর্তী সংঘর্ষে আহত ২০

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নে নির্বাচন পরবর্তী সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় ২০টি বাড়ি ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বোরবার (০৮ মে) সকাল ১০টার ওই ইউনিয়নের বিজয়ী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে মিলন (৩০), আব্দুল কাইয়ুম (৩৫), মামুন, শিহদল (৩৫), গেদু, মিজানুর (১৯), রোশদুল (৩৫), সাকিল (১৪), এজাজুলের স্ত্রী ডলি, আজিজুরের স্ত্রী নাজিরা বেগমের নাম জানা গেছে। তাদের  উপজেলা শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল ১০টার দিকে মনাকষা ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান প্রার্থী শুকুরুদ্দিনের কর্মীরা পরাজিত প্রার্থী নুরুলের সমর্থকদের প্রায় ২০টি বাড়ি ও দোকান ভাঙচুর করে। এ সময় ২০/২৫টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।

পরাজিত প্রার্থী নুরুল ইসলাম অভিযোগ করেন, হামলার ঘটনা ধামাচাপা দিতে বিজয়ী চেয়ারম্যান ও স্থানীয় নেতারা থানায় মামলা করতে নিষেধ করছেন। এ ঘটনায় থানায় অবশ্যই মামলা করা হবে।

তবে বিজয়ী প্রার্থী শুকুরুদ্দিন বাংলানিউজকে জানান, সকাল ১০টার দিকে তার সমর্থকরা বিজয় মিছিল বের করলে নুরুল ইসলামের সমর্থকরা হামলা করে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম ময়নুল ইসলাম বাংলানিউজকে জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মে ০৮, ২০১৬
এটিআর/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।