ঢাকা: খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফখরুল আলমকে মিথ্যা মামলায় গ্রেফতার করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (০৯ মে) দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।
বিবৃতিতে ফখরুল বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার মাধ্যমে শাসন ক্ষমতায় এসে বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী রাষ্ট্রীয়ক্ষমতা দীর্ঘস্থায়ী করার অপচেষ্টা অব্যাহত রেখেছে। কারণ অতীত ইতিহাস ভুলে গেলেও আওয়ামী লীগ অন্তত এটুকু অনুধাবণ করতে পারছে যে, জনগণের ওপর অত্যাচার নিপীড়নের মাত্রা বৃদ্ধির কারণে এবার ক্ষমতা হারালে আগামীতে ক্ষমতায় আসার সুযোগ অত্যন্ত ক্ষীণ। এই চিন্তা মাথায় রেখেই বর্তমান শাসকগোষ্ঠী এখন বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর ক্রমাগত জুলুম নির্যাতনের পথ বেছে নিয়েছে।
তারই ধারাবাহিকতায় খুলনা মহানগর বিএনপি সাংগঠনিক সম্পাদক ফখরুল আলমকে গ্রেফতার করা হয়েছে। অতীত ইতিহাস সাক্ষ্য দেয়- জনগণের মৌলিক অধিকার হরণ এবং বিরোধী দলীয় নেতা-কর্মীদের ওপর অত্যাচার ও নিপীড়ণ নির্যাতন চালিয়ে কোনো স্বৈরশাসকই রাষ্ট্রীয় ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে পারেনি।
বিএনপি মহাসচিব অবিলম্বে ফখরুল আলমের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দাবি করেন।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, মে ০৯, ২০১৬
বিএস